ফেনীর ছাগলনাইয়ায় অসামাজিক কার্যকলাপের জন্য সমবেত হওয়ায় ৮ জন গ্রেফতার।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া থানাধীন ০৮নং রাধানগর ইউপিস্থ উত্তর কুহুমা সাকিনের জনৈক ইউসুফের নতুন বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কার্যকলাপ করার জন্য সমবেত হওয়ায়১। আব্দুল কাইয়ুম(৩২) পিতা-সিরাজুল ইসলাম,মাতা-সলিমা বেগম,সাং-শুভপুর, থানা-ছাগলনাইয়া,জেলা-ফেনী,২।মোঃ মাহফুজুর রহমান নান্টু(৪৫) পিতা-মৃত মিজানুর রহমান,মাতা-ওয়াজ খাতুন, সাং-নিজপানুয়া,থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী,৩।মোঃ আজমল হোসেন(২৮),পিতা-মৃত হাফেজ আহাম্মদ, মাতা-মাফিয়া খাতুন,সাং-ছত্তরুয়া,করেরহাট,থা না- জোরারগঞ্জ,জেলা-চট্টগ্রাম,৪।আকা শ চন্দ্র দে(৩৫), পিতা-যতিন্দ্র চন্দ্র দে,মাতা- সীমা রানি দে,সাং-করেরহাট, থানা-জোরারগঞ্জ,জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ নুরুল আফছার(৩৮)পিতা-মৃত পারভেজ হোসেন,মাতা-শরীফা খাতুন,সাং-ছত্তরুয়া,করেরহাট,থা না-জোরারগঞ্জ,জেলা- চট্টগ্রাম৬।শিরিনা বেগম(৩৫),স্বামী-দেলোয়ার হোসেন, পিতা-মোঃ সিরাজুল ইসলাম,মাতা-নাছিমা বেগম,সাং- কবুতুরছড়া,থানা-গুইমারা,জেলা-খা গড়াছড়ি,৭।মোসাঃ তাহেরাবেগম(৪০),স্বামী-এরশাদ হোসেন,পিতা-মোঃ গোলামমোস্তফা,মাতা-তাছলিমা বেগম,সাং-চাপাই পলসা, থানা-চাপাইনবাবগঞ্জ সদর,জেলা-চাপাইনবাবগঞ্জ,৮। রহিমা আক্তার (৫০),স্বামী-মৃত মোঃ ইউসুফ, মাতা- খায়েরের নেছা,সাং-উত্তর কুহুমা,থানা-ছাগলনাইয়া জেলা-ফেনীদের ধৃত করা হয়।তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।




