সারাদেশ

আদমদীঘি ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি এলাকাবাসীর আয়োজনে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সদর  বাসস্ট্যান্ড প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে অতি দ্রুত অপসারণের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা  হয়েছে।
আজ (১২ ফেব্রুয়ারি) বুধবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা  বাসষ্ট্যান্ড চত্ত্বরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিগত “২০২৪ সালের আ’লীগের দুই বারের অবৈধ নির্বাচনে সরাসরি সহযোগিতা কারী আওয়ামী দোসর দূর্নীতিবাজ ইউএনও রুমানা আফরাজ এর আদমদীঘি উপজেলা থেকে দ্রুত অপসারণ চাই’ এমন শ্লোগান লেখা ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি ও আদমদীঘি মৎস্যপোনা বন্দোবস্তকারী সমিতির সভাপতি আকবর আলী খানের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য প্রদান করেন উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামর আলা উদ্দিন আলী। এ সময়  আদমদীঘি উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনিছুল হক মন্টু, উপজেলা বিএনপি’র সদস্য কামাল হোসেন, ফেরদৌস আলী, লিয়াকত আলী, মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নানসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিগত ২০২৩ সালের ১২ ডিসেম্বর অত্র উপজেলায় যোগদান করন। গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আদমদীঘির ইউএনও রুমানা আফরোজকে পদন্নোতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পাবনায় বদলীর আদশ প্রদান করেন।
মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের নিকট আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের অপসারণ দাবী করে বক্তারা বলেন, এই দূর্নীতিবাজ, ঘুষ খোর ও অন্যায়কারী নির্বাহী কর্মকর্তাকে আদম দীঘি উপজেলাবাসী আর দেখতে চায়না।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং