সারাদেশ

অপারেশন ডেভিল হান্টে 

 শ্যামনগরে তিন আ’লীগ নেতা গ্রেপ্তার
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে তিন আ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনারমোড় মাছের আড়ৎসহ মুন্সিগঞ্জ ও কৈখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে  ১৪ মামলার আসামী গোমানতলী ওয়ার্ড আ’লীগের সভাপতি হাসিম সরদার(৪৮) রয়েছে। তিনি একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে। অপর গ্রেপ্তারকৃতরা হলো পশ্চিম কৈখালী ওয়ার্ড আ’’লীগের সভাপতি মোঃ রুহুল কুদ্দুস (৪৭) ও মুন্সিগঞ্জ ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ সাহাবুদ্দীন গাজী(৫৫)। তারা যথাক্রমে মৃত কালাচাঁদ গাজী ও এন্তাজ আলী গাজীর ছেলে।
সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,