সারাদেশ

দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসন অসহায়, দুস্থ লোকজনের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে। আন্ধেরী হিলফি বন জার্মানীর অর্থায়নে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের  মেডিক্যাল অফিসার ডাঃ বিনুচরন রায় বিনয় ও মেডিকেল টীমের সদস্যরা এসব রোগীদের চোখ পরীক্ষা করেন।
চক্ষু শিবিরে প্রায় ৩ শতাধিক রোগী তাদের চোখ পরীক্ষা করান। পরীক্ষা শেষে অপারেশন যোগ্য রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। অপারেশন যোগ্য রোগীদেরকে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি খালেদ মাহমুত সৈকতের নেতৃত্বে দেবীগঞ্জ স্কাউটের সদস্যরা সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,