কচুয়ায় ৪ মাদক সেবী আটক

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় ১১০ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৩ শত ৪০ টাকা সহ ৪ মাদক সেবিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
১২ ফেব্রুয়ারী কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত মোশারফ শেখের ছেলে মোঃ নাজমুল শেখ শেখ(২৫), একই গ্রামের মোশারফ শেখের ছেলে মোঃ হুমায়ুন শেখ(৩০),মোঃ সাহিদুল শেখের ছেলে মোঃ শাকিব শেখ (২১) এবং গোপালপুর ইউনিয়নের মালিটন গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে মোঃ শারাফাত শেখ (৪৫) কে আটক করা হয়। ১৩ ফেব্রুয়ারী কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে একটি মামলা হয়েছে মামলা নং -০৮।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও নগদ টাকা সহ ৪ মাদক সেবিকে আটক করা হয়েছে তাদের নামে একটি মামলা হয়েছে। আসামিদেরকে আজ বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে।