সারাদেশ

Green University বাসের ধাক্কায় প্রাণ গেল এক বাইক চালকের

টঙ্গী ফ্লাইওভারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে কর্মস্থলে যাওয়ার পথে ফ্লাইওভারে নিজের লেনে থাকা অবস্থায় একটি ওভারস্পিডিং বাস বিপরীত লেনে এসে তাকে চাপা দেয়। নিহত যুবকের ভাইয়ের বরাত দিয়ে জানা যায়, Green University of Bangladesh-এর পিকনিকগামী বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল।

ঘটনাস্থলে থাকা পুলিশ অফিসার এবং পেছনে থাকা লেগুনার চালক জানান, দুর্ঘটনার জন্য বাইকার কোনোভাবেই দায়ী নয়।

নিহত যুবক অত্যন্ত বিনয়ী, সৎ ও সরল স্বভাবের ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। তার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে নিয়ে এসেছে। নিয়ন্ত্রিত গতি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা এড়ানো যায়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,