সারাদেশ

টাঙ্গাইল সদর এর সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন গ্রেপ্তার

খায়রুল খন্দকার টাঙ্গাইল :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে ভাটার থানা পুলিশ।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে ভাটারা থানার জে ব্লকের ৯ নম্বর রোডে হামলায় আহত হন মিঠুন ফকির নামে এক যুবক। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় শিক্ষার্থী মারুফ ও ইমন হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।
সরকার পতনের দুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের কৌশল ঠিক করতে টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম  জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি ছানোয়ার বসুন্ধরার একটি বাসায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,