সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সম্রাট ও রানা

পূর্বধলা, নেত্রকোনাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিচতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গঠিত কমিটিতে সুমন আহমেদ সম্রাটকে সভাপতি ও লিমন খান রানাকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের বিদায়ী সভাপতি জুবায়েদ হাসান অভি ও সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন রানা  এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত সভাপতি সুমন আহমেদ সম্রাট সমাজকল্যাণ ও গবেষণা অনুষদের শিক্ষার্থী। তিনি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের এবং সাধারণ সম্পাদক লিমন খান রানা ধলামূলগাঁও ইউনিয়নের লাওয়ারী গ্রামের ছেলে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
উল্লেখ্য, এই সংগঠনটি পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতা, হলে অবস্থান, পড়াশুনাসহ বিভিন্ন সমস্যায় সহযোগিতা, শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, বাৎসরিক বনভোজনসহ বিভিন্নরকম কর্মকান্ড নিয়মিত পরিচালনা করে আসছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,