সারাদেশ

নতুন রাজনৈতিক দল গঠনে জয়পুরহাটে সপ্তাহ কর্মসূচি বিষয়ক জনমত জরিপের বুথ উদ্বোধন

জয়পুরহাট জেলা প্রতিনিধি: ১৭ ফেব্রুয়ারী ২০২৫ইং
ছাত্র-জনতার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জয়পুরহাটে সপ্তাহ কর্মসূচি বিষয়ক জনমত জরিপের বুথ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে এই বুথ উদ্বোধন করা হয়।
এখানে একটি ফর্মের মাধ্যমে সকল শ্রেণিপেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। এতে দেশ বদলানোর তিনটি মত, নতুন দলের কাছে প্রত্যাশা, দলের নাম ও মার্কাসহ বিভিন্ন মতামত দেওয়া হয়। পরে এসব ফর্ম কেন্দ্রে পাঠানো হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, ফিরোজ আলমগীর ও ওমর আলী বাবুসহ অন্যান্যরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,