সারাদেশ

‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় তিনজন গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় “অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিফাত মাহমুদ পিয়াস, পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও লালোর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার।
সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ ও ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক তিনটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,