সারাদেশ

পূর্বধলায় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় প্রথমবারের মত আয়োজিত গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন পূর্বধলা সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল ও শিক্ষাবিদ মোঃ শহিদুল্লাহ খান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিজিএ –ঢাকা, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ মোঃ মফিজ উদ্দিন খান।
এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বতলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আলম সিদ্দিকী মামুন,  পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, গণিত শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক মো: আব্দুল কাদির, বিশিষ্ট কলাম লেখক জাকির আহমেদ খান কামাল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন তালুকদার, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য , উপজেলায় প্রথমবারের মত আয়োজিত গণিত অলিম্পিয়াডে উপজেলার মাধ্যমিক স্তরের ৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৮১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।  তাদের মধ্যে প্রতি শ্রেণিতে ২৫জন করে মোট ১২৫জনকে নির্বাচিত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান,  শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক  অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্বধলা গণিত অলিম্পিয়াড পুরস্কার বিতরণ-২০২৫ এর সমাপ্তি হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,