সারাদেশ

চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার- ১জন, দুই দিনের রিমান্ড মঞ্জুর 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ডাকাতির প্রস্তুতির সময় গাইবান্ধা সদরের, কামার জানির বিস্তীর্ণ চরাঞ্চলে ডাকাত বাবলু মিয়া ওরফে বাবুল(৫০) কে গ্রেপ্তার করেছেন পুলিশ।
 সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তারের পর ডাকাতের বিরুদ্ধে আজ দুপুরে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড চেয়েছেন চিলমারী পুলিশ ফাঁড়ি। এ তথ্য নিশ্চিত করেছেন, চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ ইমতিয়াজ কবির।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) ভোরে গাইবান্ধা সদরের দক্ষিন কামারজানি এলাকায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডাকাত বাবলু মিয়া (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ভোরে গাইবান্ধা সদরের কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে, র‍্যাব ক্যাম্প গাইবান্ধার সহায়তায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ঐ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, ডাকাত বাবলুর বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকারতির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে। তাই এর সাথে আর কে কে জড়িত আছে? এসব তথ্য নিতে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে।
সম্প্রতি (৯ ফেব্রুয়ারী) চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-২, বলে জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,