সারাদেশ

ডেভিল হান্ট অভিযানে আক্কেলপুরে যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার

জয়পুরহাট জেলা প্রতিনিধি: ১৮ ফেব্রুয়ারী ২০২৫ইং
ডেভিল হান্ট অভিযানে জয়পুরহাটের আক্কেলপুর থেকে যুবলীগ নেতা হারুনুর রশিদ রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এর নেতৃত্বে আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমানের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ রাজা আক্কেলপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আক্কেলপুর পৌরসভার মন্ডলপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী মামলা ও দেশকে অস্থিতিশীল করার প্রস্তুতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা মোঃ হারুনুর রশিদ রাজাকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,