সারাদেশ

সিরাজগঞ্জে এটিএম আজহারুল ইসলামের এর মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফেরতের দাবীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের এর মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফেরতের দাবীতে সিরাজগঞ্জের বাজার স্টেশন মুক্তির সোপানে বিশাল এক বিক্ষোভ মি‌ছিল ও সমাবেশে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিক‌াল ৩ টার দি‌কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশটি সিরাজগঞ্জ
জেলা জামায়াতের সভাপতি মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী শহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড. নাজিম উদ্দিন, পৌর আমির অধ্যক্ষ আব্দুল লতিফ, শ্রমিক কল্যান নেতা জাহিদুল ইসলাম, উল্লাপাড়া জামায়াতের সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন ও পৌর শিবিরের সভাপতি শামীম রেজা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা মৌলিক অধিকার বঞ্চিত। বছরের পর বছর। আমরা নিষ্ঠুরতম প্রতিহিংসার স্বীকার হ‌চ্ছি। আজ ছাত্রদের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার ৬ মাস অতিবাহিত হয়েছে। এযাবৎ কাল জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি, আজ দিতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি এবং আমাদের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনো মেলেনি। আমরা এই সরকারকে বলতে চাই অনতিবিলম্বে আমাদের দাবী মানতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ৬ মাস অতিবাহিত হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু প্রশাসনের মধ্যে এখনো কিছু প্রেতাত্মা রয়ে গেছে। যার জন্য একটি সুশৃঙ্খল বৃহত্তর ইসলামি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন এখনো ফেরত পায়নি। এমনকি আমাদের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তিও মেলেনি। তাকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দিয়ে রাখা হয়েছে। তাকে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। আমরা চাই তার ফাঁসির রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি।
এসময় সমাবেশ শেষ করে একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো বাজার স্টেশনে এসে সমাপ্ত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,