সারাদেশ

কাঠালিয়ায় মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন 

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:এম এ আজিজ
ঝালকাঠির কাঠালিয়ায় মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বুধবার দুপুরে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১২ ফেব্রæয়ারি রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্ণেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান, জাকারিয়া লিংকন, গোলাম আজম সৈকত ও হাবিবুর রহমান সেলিম রেজা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলা ও উপজেলা বিএনপিকে উপেক্ষা লিফলেট বিতরণ করতে আসেন। তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এবং বিএনপিকে বিভক্ত করার জন্য রাজাপুর ও কাঠালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে একটি মিথ্যা মামলা দিয়েছেন।
এতে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, যগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব, আনোয়ার হোসেন সাগরসহ অনেক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। বক্তব্যে তিনি অভিলম্বে উল্লেখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে অব্যাহতি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
তিনি আরও জানান, কর্ণেল অবসর মোস্তাফিজুর রহমান, জাকারিয়া লিংকন, গোলাম আজম সৈকত ও হাবিবুর রহমান সেলিম রেজাকে গত ১৭ বছরে দলীয় কোন প্রোগ্রামে দেখিনি। কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচিতেও দেখা যায়নি। ৫ আগস্টের পরও তাদের কোন কর্মসূচিতে পাওয়া যায়নি। আজ পর্যন্ত তাদেরকে দেখিনি। তারা এই ১২ তারিখে লিফলেট বিতরণ করতে আসছে। দলের ভিতরে তাদের কোন পদ পদবী নাই এবং ছিলো না।
এমতবস্তায় কাঠালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জেলা ও উপজেলা বিএনপিকে উপেক্ষা করে যাতে এ রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ক্ষতি করতে না পারে তার জোর দাবি করে জানান আমরা রফিকুল ইসলাম জামাল ভাইয়ের নেতৃত্বে সুসংগঠিত আছি।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রæয়ারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহরসহ রাজাপুর ও কাঠালিয়া উপজেলা বিএনপির ২০জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০জনকে আসামী রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের বাসিন্দা মো. আব্দুস সালাম এর ছেলে মো. সাইমুন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং