কুয়েটে হামলার প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১৯ফেব্রুয়ারী ২০২৫ইং
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট শহর ও কলেজ
ছাত্রদল।
মঙ্গলবার রাতে বাজলা স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আল বান্না, কলেজ ছাত্রদল নেতা সাগর চৌধুরী, ইমন, আহাদ প্রমুখ।
এসময় কুয়েটে হামলার ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।