শিক্ষাঙ্গন

পিঠা উৎসবের রঙে মেতে উঠলো সরকারি আশেক মাহমুদ কলেজ

ফারিয়াজ ফাহিম
জামালপুর

পিঠা বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের হিমেল সকালে, গরম ধোঁয়া ওঠা পিঠার ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে বাংলার ঘর। এ ঐতিহ্যকে সামনে রেখে এবার জামালপুর জেলার সরকারি আশেক মাহমুদ কলেজে আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের।

আজ (বৃহস্পতিবার) সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সারাদিন ব্যাপী কলেজ কর্তৃক আয়োজিত এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সকালে পিঠা উৎসব -২০২৫ এর উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ও পিঠা উৎসব কমিটির আহবায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিলা শিরিন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শফিকুল ইসলাম আকন্দ, শিক্ষক সাংসদের সাবেক সম্পাদক ও সহযোগি অধ্যাপক শাকের আহমেদ চৌধুরী ,অধ্যাপক আব্দুল হাই আল হাদীসহ অন্যন্য বিভাগের কর্মকর্তা বৃন্দ।

উদ্বোধনের পরে প্রতিটি পিঠা স্টল পরিদর্শন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

পিঠা উৎসব আয়োজক কমিটি জানায় মোট ২০ টি স্টল এবারের পিঠা উৎসব অংশ নিয়েছে। আয়োজক কমিটির আহবায়ক বলেন, “যদিও আমরা শীতের শেষের দিকে আয়োজন করেছি তবুও আমরা কলেজ কর্তৃপক্ষ ও কলেজের শিক্ষার্থীদের থেকে অনেক উৎসাহ নিয়ে এই আয়োজন করতে সক্ষম হয়েছি।”

পরে পিঠা উৎসবের উদ্ধোধন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল বিভাগের অংশগ্রহণে দেয়ালিকা উন্মোচনও করা হয়।

এ সময় বক্তারা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই পিঠা উৎসবের আয়োজনের পাশাপাশি দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণে কাজ করার আহ্বান জানান।

সারাদিন ব্যাপী এই আয়োজনে কলেজ শিক্ষার্থীদের বিপুল পরিমান উৎসাহ উদ্দীপনা নিয়ে উপস্থিত হওয়ার পাশাপাশি তাদের অভিভাবক ও অনেক দর্শনার্থীদের উপস্থিতিতে ভরে উঠে কলেজ ক্যাম্পাস।।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর