সারাদেশ

ভূঞাপুরে  যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন

সাজেদুল ইসলাম

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের সভাপতিত্বে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম সহ প্রমুখ। এই উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,