সারাদেশ

মোবাইল ফোন বর্তমানে মাদকের চেয়ে ভয়ংকর- ডিসি রাজিব কুমার সরকার

লক্ষ্মীপুর প্রতিনিধি

রবিন হোসেন তাসকিন

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেছেন বর্তমানে মোবাইল ফোন মাদকের চেয়ে ভয়ংকর রূপ ধারন করেছে। এ মাদক থেকে ছেলে মেয়েদের কিভাবে বাঁচাবো,কি দিয়ে, এ মানসিক চিকিৎসা কোথায় হবে, লাইব্রেরীতে হবে বইয়ের মাধ্যমে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদের রক্ষা করতে চাই বাঁচাতে চাই।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদে পাবলিক লাইব্রেরি উদ্ভোদন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বই পড়া শুধু নিচক বই পড়া না, বই বড়া একটি চমৎকার সুরক্ষা, আমাদের ছেলে মেয়েদের শিল্প সাহিত্যে সংস্কৃতি মনস্ক করা, এর পাশাপাশি সামাজিক অপরাধ বিপদগামীতা থেকে দূরে রাখা।

 

এর আগে লক্ষ্মীপুর জেলায় এক যোগে ৩৬ টি ইউনিয়ন পরিষদে পাবলিক লাইব্রেরি উদ্ভোদনের অংশ হিসেবে সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের পাবলিক লাইব্রেরী উদ্ভোদন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

 

এ সময় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক কুদরত ই হুদা,বিশিষ্ট কবি  ও সম্পাদক জুননু রাইন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনার সহ আরো অনেকে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,