ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে একদল সন্ত্রাসীরা
খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল আলীম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মক আহত করে বালির মধ্যে ফেলে রেখে যায় একদল সন্ত্রাসীরা।
শুক্রবার(২৩ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে গোবিন্দাসী হাইস্কুল রোডের পাশে তানিয়া খাতুন মাদ্রাসার দক্ষিণ পাশে আহত অবস্থায় পরিত্যাক্ত বালিতে ফেলে চলে যায়।
সে উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সহসভাপতি, কুকাদাইর গ্রামের বাংগাল সেখের ছেলে।
স্থানীয়া আহত ব্যাক্তিকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া, তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘাপটি মেরে লুকিয়ে থেকে রাতের আধারে এ হামলা করছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, আমি ও আমার ফোর্স ঘটনার স্থলে উপস্থিত হয়ে সবাই কে শান্ত থাকার আহবান জানান। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




