সারাদেশ

দেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহবান : জামায়াত ইসলামীরআমির ডা. শফিকুর রহমান

শফিকুল ইসলাম সোহেল

শরীয়তপুর প্রতিনিধি

বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের চূড়ান্ত বিজয় এসেছে। তাদের সংগ্রামের কারণেই এই পরিবর্তন এসেছে। আমরা তরুণদের প্রতি কৃতজ্ঞ।
সমাজ গঠনের জন্য তাদের দুইটি গুণ থাকা জরুরি। একটি হলো গভীর দেশপ্রেম, অন্যটি আল্লাহর প্রতি ভয়। এই দুই গুণ ধারণ করতে পারলে তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয়ের মতো অবিচল থাকবে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কোরআন চত্বরের সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ এতদিন এক দুঃসহ পরিস্থিতির মধ্যে বসবাস করছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। ভোটাধিকার, ন্যায়বিচার, স্বাস্থ্যসেবা, জীবিকার সুযোগএসব কিছুই কেড়ে নেওয়া হয়েছিল। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে দেশের জনগণ নির্যাতনের শিকার হয়েছে।
কারাগারে বন্দি নেতাদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের অনেক নেতাকে বিচারের নামে প্রহসনের ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এখনও আজহারুল ইসলাম কারাগারে বন্দি রয়েছেন। তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। সরকারের কাছে আহ্বান জানাই, তাকে মুক্তি দিন, নতুবা আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান।

পথসভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন। সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম সহ জেলা ও উপজেলা নেতৃত্ববৃন্দ সহ প্রমুখ ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,