সারাদেশ

শ্যামনগরে শিক্ষকদের অংশগ্রহণে কৈশোর কালীন পুষ্টি কার্যক্রম সভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বিদ্যালয় ভিত্তিক কৈশোর কালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউনিসেফের কারিগরি সহায়তায় বিদ্যালয় ভিত্তিক কৈশোর কালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষে উপজেলার ৪৬টি প্রতিষ্ঠান প্রধানদের অংশ গ্রহণে পুষ্টি কার্যক্রম প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর ফৌজিয়া ফারহানা ইকরা মাল্টিমিডিয়া ভিক্তিক বিদ্যালয়ের পুষ্টি কার্যক্রম পরিচালনার তথ্য, কৈশোরকালীন পুষ্টি প্রাপ্তির বিভিন্ন দিক, আয়রণ ফলিক এসিড খাওয়ার কার্যক্রম, গাইড শিক্ষক নির্বাচন, বিদ্যালয় ভিত্তিক কিশোর-কিশোরী কাব গঠন, কৃমি নাশক ঔষধ খাওয়ানো, শিক্ষার্থীদের তথ্য আপলোড সহ অন্যান্য বিষয় বর্ণনা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে পুষ্টির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক মোঃ হারুন-অর রশিদ, প্রধান শিক্ষক আব্দুল করিম, অধ্যক্ষ এস এম আব্দুল হাই প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,