সারাদেশ

মাসিক আইন শৃংখলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন, মাশিলা বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ সেলিম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী কর্মকর্তা রিয়াসাত ইমতিয়াজ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হোসেন, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, হাকিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,