সারাদেশ

বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

জাকির হোসেন, বেনাপোল,শার্শা: 
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ  ভবারবেড় গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ করিম মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত আসামী- মোঃ করিম মিয়া মাস্টার (৪৫) সে বেনাপোল পোর্ট থানাধীন  ৬ নং ভবারবেড় (মধ্যপাড়া) গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
(২৪ শে ফেব্রুয়ারী) সোমবার  রাত ১১ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই পবিত্র বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি করিম মিয়ার বসত বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, আটক আসামির বিরুদ্ধে আইনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মামলা নং-১৭ তারিখ:২৫/০২/২০২৫ ইং ধারা-৩৬(১) সারমির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
আসামি গ্রেফতার এবং ইয়াবা উদ্ধারের কথা নিশ্চিত করেন।
 ২৫ শে, ফেব্রুয়ারী-মঙ্গলবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,