সারাদেশ

পিরোজপুরে দুটি সেতুর নাম পরিবর্তন 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের বলেশ্বর নদীর উপর নির্মিত ‘ শহীদ শেখ ফজলুল হক মনি সেতু ও কচা নদীর উপ নির্মিত ‘ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু’ এর নাম পরিবর্তন করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ১২ টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এগুলোর মধ্যে ৪ টি মহাসড়ক, ৮ টি সেতু।
নাম পরিবর্তনের বিষয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) প্রজ্ঞাপন জারি করেছে সড়ক  পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পিরোজপুরের বলেশ্বর নদীর উপর নির্মিত ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু ‘ এর নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানি সেতু’ এবং কচা নদীর উপর নির্মিত ‘ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ – চীন মৈত্রী সেতু’ এর নাম পরিবর্তন করে ‘বেকুটিয়া’ সেতু নামকরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,