ফেনীর পরশুরামে ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই।

মশি উদ দৌলা রুবেল ফেনী :
ফেনীর পরশুরামের উওর কোলাপাড়ার খিলাপাড়ায় একটি বাড়িতে আগুন লেগে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে অপর একটি ঘরসহ ২টি বসতঘর পুড়ে ছাই।মঙ্গলবার পরশুরাম পৌরসভার ৬ নং ওয়াড উত্তর কোলাপাড়া গ্রামের খিলাপাড়ার ছেরু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।আগুনের ঘটনায় একটি আধা পাঁকা ও একটি কাঁচঘর সহ ৯ কক্ষ বিশিষ্ট দুইটি বসতঘরে আগুন লাগে।আগুনে ২টি বসতঘর,২টি রান্নঘর ও একটি গোয়ালঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয়রা অনেক চেষ্টা করলেও আগুন থেকে কিছুই রক্ষা করতে পারেনি।খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।পরশুরাম ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুস্তাফিজুর রহমান বলেন,সন্ধ্যা ৭.৫৫ মিনিটে আমরা ৯৯৯ এর কলের মাধ্যমে আগুন লাগার বিষয়টি জানতে পারি।খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।তিনি আরো বলেন,রান্না ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত হওয়ার পর বলা যাবে।ঘটনার কিছুক্ষনের মধ্যে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ঘটনার স্থল পরিদর্শর করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে নগদ ৯ হাজার টাকা ও ৩ বান টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন।