সান্তাহারের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদিঘীর সান্তাহার রেলওয়ে স্টেশনের চার নম্বর প্লাটফর্মের পূর্ব গেইটের সীমানা প্রাচীর সংলগ্ন জোড়া পুকুরের উত্তর অংশের কচুরিপানার মধ্যে থেকে আকবর নামের একজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থান পুলিশ।
আকবর আলী (২৮) সান্তাহার পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে মাইক্রো স্ট্যান্ডের পিছনে ডালপট্টি মহল্লার মৃত আতোয়ার রহমানের ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (২৬ ফেব্রুয়ারি) বুধবার সকাল আনুমানিক সাড়ে দশ ঘটিকার সময় সান্তাহার রেল স্টেশনের পূর্ব পাশে রেল মালিকানাধীন জোড়া পুকুরে আকবরের মরদেহ পুকুরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাস পাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।