রাজনীতি

জামালপুরে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

  • ফারিয়াজ ফাহিম
    জামালপুর

    জামালপুরে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

    গতকাল (শনিবার) বিকালে শহরের বকুলতলা থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় গিয়ে শেষ হয়।

    পরে জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।আরও বক্তব্য রাখেন অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, যুব নেতা খায়রুল ইসলাম লিয়ন, শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন প্রমুখ।

    বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির সমালোচনা করে বলেন জামালপুর গত আন্দোলনে জেলা বিএনপি কিভাবে অংশ গ্রহন নিয়েছে আপনারাই জানেন।আমরা কারো ব্যাক্তিগত শত্রুমি করছি না।আমরা বার বার দেখি প্রেসিডেন্ট/সেক্রেটারি একই কায়দায় বার বার একই স্থানে রয়েছে।আমরা এর আশু পরিবর্তন চাই।যতদিন না এই একই কমিটি পরিবর্তন না হবে আপনারা রাজপথে থাকবেন, রাজপথ বেইমানি করবে না ইনশাআল্লাহ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: বোরহানউদ্দিন,শহর বিএনপির সহ-সম্পাদক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ, সরকারি আশেক মাহমুদ কলেজের এজিএস মোহাব্বত হোসেন, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, জেলা শ্রমিক দলের সদস্য খালিদ হোসেন, মেলান্দহ উপজেলা মৎস্য জীবী দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মেলান্দহ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আশেক এলাহী জনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ