সারাদেশ

নবীনগর শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ এ-র নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। 

মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির পরিচিত সভা ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী  অনুষ্ঠান, অনুষ্ঠিত।
আজ
বৃহস্পতিবার দুপুরে কলেজের সম্মেলনকক্ষে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
কলেজের বর্তমান ভারপ্রাপ্ত   অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ এর সভাপতিত্বে ও মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি সুমন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির অভিভাবক সদস্য ও ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী টিপু শেখ মির্জা ও ইব্রাহিম আজাদ ও শ্যামগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাদল।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষক ওছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা মেধা পুরস্কার বিতরণ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,