সারাদেশ

কুমিল্লায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে মহানগরী জামায়াতের মিছিল

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধিঃ কুমিল্লাঃ-

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও মাহে রমযানকে স্বাগত জানিয়ে এবং পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার বিকাল ৪টায় কুমিল্লা নগরীর প্রাণ কেন্দ্র টাউন হল মাঠে মিছিল পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

নগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে মু.কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসেন,নাছির আহম্মেদ মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি ইউসুফ ইসলাহী প্রমুখ।

সভাপতির বক্তব্যে দ্বীন মোহাম্মদ বলেন,জনগণকে স্বস্তি দিতে সরকারকে বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে কঠোর হতে হবে। বাজার কারসাজি জামায়াতে ইসলামী মেনে নিবে না। রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা খাবার হোটেল বন্ধ রাখার আহ্বান জানান।

অন্তবর্তীকালীন সরকারকে তিনি বলেন,জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তির দাবি জানান।

সমাবেশ শেষে মিছিল বের করাহয়।মিছিলটি কুমিল্লা টাউন হল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হলে এসে শেষ হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,