সারাদেশ

মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য সহনীয়  রাখার দাবীতে জয়পুরহাটে জামায়াতের মিছিল  

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৫ টার দিকে শহরের  শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আয়োজনে মিছিল বের করে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যর দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠে গেছে। পবিত্র রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা খোলা না থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে অন্তবর্তীকালীন সররকারের দৃষ্টি আকর্ষণ করছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,