ফুলগাজীর আমজাদহাটে নোয়াজ ফয়জুন্নেসা মাদ্রাসার নব-নির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীর আমজাদহাটে ঐতিহ্যবাহী নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল হাসেম বুলবুল।মাদ্রাসার সুপার জয়নাল আবেদীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপু, নব-নির্বাচিত অভিভাবক সদস্য ডাক্তার নুরনবী,নব-নির্বাচিত সাধারণ শিক্ষক সদস্য মাওলানা আমিনুল ইসলাম কাজী,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ মাদ্রাসা শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।