সারাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২ জন ছাত্রদল নেতাকে সংবর্ধনা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার অন্তরগত তিন শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ,ছাগলনাইয়া সরকারি কলেজ ও ইসলামিয়া কামিল মাদ্রাসার নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ছাত্রদলের নেতাদেরকে ফুলের মালা গলায় পরিয়ে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার বক্তার হাট বাজারে আয়োজিত সংবর্ধনা ও পরিচিতি সভা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ মজুমদার।মহামায়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মোমিনের সার্বিক তত্ত্বাবধানে ও সদস্য সচিব ফজলুল মজিদ জুটনের সঞ্চালনায় বিশেষ অতিথির উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন,যুগ্ম আহবায়ক আবদুল মোমিন,সদস্য সচিব শাহজাহান আজাদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার,যুগ্ম আহবায়ক আ.জ.ম রাসেল,সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব,উপজেলা ছাত্রদল ও ছাত্রঐক্য পরিষদের সাবেক আহবায়ক আনোয়ারুল আজিম পাটোয়ারী আজম,ফেনী জেলা ছাত্রদলের সদস্য শাহাদাত হোসেন,ছাগলনাইয়া পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন,সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন,ছাগলনাইয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব গাজী ইকবাল প্রমুখ।সংবর্ধিত ছাত্রদল নেতারা হলেন,আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন রাজিব,সিনিয়র সহ সভাপতি আবু তৈয়ব সাগর,সাধারণ সম্পাদক মোঃ রাসেল সহ ২৪ জন।ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তানজিমুল হক মিয়াজী,সিনিয়র সহ সভাপতি মোঃলোকমান হোসেন,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান সহ ১৮ জন।ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি মোঃ আলীআক্কাস,সিনিয়র সহ সভাপতি মোঃতানভীর হাসান, সাধারণ সম্পাদক মোঃনওয়াজ শরিফ চৌধুরী সহ ১০ জন।তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ৫২ জন ছাত্রদল নেতাকে ফুলের মালা পরিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,