ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠান কে জরিমানা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।১লা মার্চ সকালে মহিপাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পবিত্র মাহে রমজানকে উপলক্ষ্য শসা,লেবু,মাছ,মাংস, ভোজ্য তেল ও ইফতারি সামগ্রীর ওপর এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযানে ব্যবসায়ী দের পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।ভোজ্য তেলের সরবরাহ,মজুদ পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তদারকি করা হয়।অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা,ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮,৪৩ ও ৪৫ ধারায় মেসার্স জয়নাল স্টোর কে ২ হাজার টাকা,বিসমিল্লাহ জেনারেল স্টোর কে ২ হাজার টাকা এবং সুজন রেস্তেরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:আছাদুল ইসলামের নেতৃত্তে এই অভিযান পরিচালনা করা হয়।এতে ফেনী জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরাও অংশগ্রহণ করেন।অভিযানে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তা সাধারনের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।অভিযানে ফেনী জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।ভোক্তা অধিদপ্তর পক্ষ থেকে জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।