ফেনীর ছাগলনাইয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপের তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারের একটি কনফারেন্স হলে ছাগলনাইয়া উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যদের তিন দিনব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ(২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে।হাঙ্গার প্রজেক্ট পিএফজি,গণতন্ত্র,রাজনীতি,নির্বা চন,জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব,দ্বন্দ্ব,সহিংসতা, শান্তি,মিথ্যা তথ্য,গুজব প্রতিকার ও সাইবার অপরাধ বিষয়ে প্রশিক্ষণ দেখা হয়।এতে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উন্নয়ন কর্মী,শিক্ষক,ইমাম,পুরোহিত,ব্ যবসায়ী, সাংবাদিক ও সংগঠক সহ বিভিন্ন শ্রেণী-পেশার ২৬ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর(ট্রেনিং এন্ড এম্পায়রমেন্ট)তুহিন আফসারী,মো:মনিরুজ্জামান, এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ,ফেনী জেলা ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে প্রশিক্ষণটি সমাপ্ত হয়।পিএফজির ছাগলনাইয়া উপজেলা সমন্বয়ক কামরুল হাসান লিটন বলেন,আমরা বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের লক্ষে ছাগলনাইয়ার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে কাজ করছি। এই কাজকে আরো বেগবান করতে ৩ দিনের এই আবাসিক প্রশিক্ষণটি সহায়ক হবে।