সারাদেশ

ফেনীর দাগনভূঞার শিশু নির্যাতনকারী সেই মিঠুনকে গ্রেফতার করেছে পুলিশ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভূঞার শিশু নির্যাতনকারী সেই মিঠুনকে গ্রেফতার করেছে পুলিশ।ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামের মো.ওমর ফারুক নামে এক কিশোরকে বৈদ্যুতিক খুটির সাথে বেধে নির্যাতন করা সেই মিঠুনকে গ্রেফতার করেছে ফেনীর দাগনভূঞা থানা পুলিশ।বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।এর আগে গত ১০ ফেব্রুয়ারি শিশু নির্যাতনের সেই ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়।ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,