সারাদেশ

ভূঞাপুরে সচেতনতামূলক সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

খায়রুল খন্দকার টাঙ্গাইল :”তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ)সকালে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে পুনরায় নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক অধিকার চর্চার প্রয়োজনীয়তা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব নিয়ে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাজমূল হাসান, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিঞা, অধ্যাপক এস. এম. জাহিদুল ইসলাম (ইব্রাহীম খাঁ সরকারি কলেজ)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা চাঁন মিঞা তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই হয়ে গেছে। ভোটকেন্দ্রে গেলে বলা হতো, ‘আপনার ভোট হয়ে গেছে’। কিন্তু দেশের মানুষ তাদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে চায়। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—সুষ্ঠু নির্বাচন। প্রশাসন চাইলে জনগণ সহযোগিতা করবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে, যাতে সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,