ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে মুরগী খামারির মৃত্যু
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নে মুরগীর খামারি মো: রাহাত(২৫) বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়।সোমবার (৩ মার্চ) দুপুর ১ টার সময় এ ঘটনা ঘটে।
মৃত রাহার পশ্চিম ইলিশ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সদুরচর গ্রামের মৃত মোঃ তাজল ইসলামের ছেলে। চার ভাই বোনের মধ্যে সে তৃতীয়।
তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান রাহাত তার মুরগির খামার পরিস্কার করার জন্য পানির পাম্প এর বৈদ্যুতিক সুইচ বোর্ডে হাত দিতেই ছিটকে পড়ে যায়। রাহাত এর মা’সহ আমরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসি, জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহাত’র মামা রিপন জানান,রাহাত’র বাবা ৪ বছর আগে মারা যায়, তার পর থেকে অনেক কষ্টে তাদের জীবন কাটে। কিছুদিন আগে এনজিও থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে একটি মুরগির খামার করেন, পাইকারদের কাছে মুরগী বিক্রি শেষে নতুন করে মুরগির বাচ্চা খামারে উঠাবে সেজন্য পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুবরণ করেন।
এবিষয়ে ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় রাহাত’র বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো প্রতি অভিযোগ না থাকায়, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং থানা একটি অপমৃত্যুর মামলা হবে।





