কুমিল্লায় বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় অবৈধ সিগারেট ও আতশবাজি জব্দ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকা থেকে বিজিবি ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় অবৈধ মেহেদী, সিগারেট ও আতশবাজি জব্দ করেছে।
সোমবার (৩ মার্চ) দুপুর ২টায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানিয়েছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার ভোর সাড়ে পাঁচটায় বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালুতুপা এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার ৮৫৬টি মেহেদী, ২২৫ প্যাকেট সিগারেট এবং এক লাখ ২৩ হাজার ৬৭৯টি বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৪০ হাজার ৪৯৫ টাকা।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে।




