সারাদেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা করেছে দখলদাররা।মঙ্গলবার(৪ মার্চ)বিকেলে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হর্কাস মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।এই সময় অভিযানে বাধা সৃষ্টি করেন ফুটপাতের অবৈধ দখলদাররা।এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির চারপাশে জড়ো হয়ে হামলার চেষ্টা করেন।পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,