সারাদেশ

ফেনী জেলায় পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলায় পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোনাগাজী উপজেলার কাজীর হাট ও মঙ্গলকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান,ফুলগাজী বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া,ছাগলনাইয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবল চাকমা,ফেনী সদর উপজেলার ধলিয়া বাজার ও হাজীর বাজারে অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরীন এবং দাগনভূইয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।এছাড়া,ফেনী জেলা সদরের পৌর হকার্স মার্কেটে বাজার মনিটরিং করেন জাহাঙ্গীর হোসাইন, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিপাল কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন তানভীর আহমেদ,মাহবুবা মুনমুন,শামীমা আক্তার,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ,পৌর হকার্স মার্কেট এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত হতে অবৈধ দোকান অপসারণ/উচ্ছেদ করেন জনাব সৌভিক রায়,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মজিবুর রহমান,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ,বিভিন্ন থানার পুলিশ সদস্যবৃন্দ,আনসার সদস্যবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
শাস্তি প্রদান এখানে মূখ্য নয় সর্বসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য অভিযান চলমান থাকবে।তবে প্রয়োজনে যথাযথভাবে আইন প্রয়োগ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,