ফেনীর সোনাগাজীতে মাটি ব্যবসায়ী মহিনের পিটুনিতে স্থানীয় নিজাম গুরুত্বর আহত,থানায় অভিযোগ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীর নবাবপুরে মাটি ব্যবসায়ী আবছার উদ্দিন মহিনের বেদম পিটুনিতে স্থানীয় নিজাম উদ্দিন নামে এক যুবকের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে।এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন নিজাম।অভিযোগ সূত্রে জানা যায়,মহিন একটি মাটি দস্যু হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি।তার দস্যুতায় দিনের বেলায় ও ফসলি জমির টপ সয়েল উধাও হয়ে যায়।রাতে দেদারসে চলে মাটির তান্ডব।তার দাপড়ে কোন কৃষক কথা বলার সাহস পায় না।স্থানীয় ভূমি কমিশনার তানিয়া আক্তার লুবনা ফসলি জমির টপসয়েল কাটা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এই সময় ফসলি জমিতে এস্কেলেটর জব্দ ও অকেজো করে দেন।ঘটনাক্রমে নিজাম উদ্দিনের নিকট স্পটের রাস্তা জানতে চাইলে নিজাম রাস্তার নির্দেশনা দিয়ে দেন।মঙ্গলবার সন্ধ্যায় নিজামকে মহিনের হাতে থাকা পাইপ দিয়ে পিটিয়ে হাতের কব্জিতে যখম করে।মহিনের সাথে আব্দুল আলীম,ফিহাদ,রিমন,সাইফুল ইসলাম ছিলেন।তারা সঙ্ঘবদ্ধ ভাবে তার শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।পরবর্তীতে নিজামের চিৎকার চেচামেচিতে লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে।এই বিষয়ে সোনাগাজি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন্দ জানান অভিযোগ পেয়েছি।তদন্ত করে অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নিব।





