সারাদেশ

সাভারের পাথালিয়ায় বিএনপি নেতা আমিনুর রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন 

ফরহাদ হোসেন,
বৃহস্পতিবার বিকালে সাভারের কুরগাঁও নতুনপাড়া সোসাইটি মোড় এলাকায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় পাঁচ শতাধিক এলাকাবাসী প্রতিবাদী মানববন্ধনে অংশ নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে জানা যায়, কুরগাঁও কারিগরি সোসাইটিতে রাসেল নামের এক ইন্টারনেট ব্যাবসায়ী তিনি দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছেন। এরই ধারাবাহিকতা অনুযায়ী রাসেলর সাথে ও জামানের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন আগে তাদের মধ্যে এই ব্যবসা নিয়ে কথা-কাটাকাটি হয় এবং উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে ধাক্কা-ধাক্কি থামিয়ে দেয়। এই সুযোগে জামান ও তার লোকজন এলাকায় ঢুকে বাসাবাড়িতে রাসেলের সংযোগকৃত ইন্টারনেটের লাইন বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়। ইউনিয়ন বিএনপির নেতা আমিনুর এ ঘটনায় নাকি উস্কানি দিয়েছে বলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে জামান ও তার লোকজন। অথচ, আমিনুর এ সম্পর্কে কিছুই জানে না। সে একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,