সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় নয়ন নামের এক যুবকের মরদেহ উদ্ধার 

মোঃলিটন চৌধুরী, নারায়ণগঞ্জ  (প্রতিনিধি):
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় মো. নয়ন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড গোদনাইল ভান্ডারীপুল লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়।
পুলিশ জানায়, নিজগ্রাম থেকে একমাস আগে সিদ্ধিরগঞ্জ এসে মামার বাড়িতে বসবাস করছিলেন নয়ন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতার করে মামাবাড়ি থেকে বের হওয়ার পর থেকে খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় এলাকাবাসী লেকে পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত যুবক জামালপুর জেলার বনরামপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। নিহতের মা ও মামা জানায় নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিল। সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গত বুধবার থেকে নয়ন নিখোঁজ হলে স্বজনরা থানায় অভিযোগ বা জিডি করেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,