সারাদেশ

জয়পুরহাটে র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টডল ও বুপ্রেনরফিনসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে র‍্যাবের পৃথক পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টডল ট্যাবলেট ও বুপ্রেনরফিন
ইঞ্জেকশনসহ দু’জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে জেলার সদর থানাধীন মাধাইনগর এলাকা থেকে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আইয়ুব আলীকে এবং আরেকটি পৃথক অভিযানে পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর এলাকা থেকে ৩৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক কারবারী রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। তারা জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানায়  মামলা রুজু হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,