সারাদেশ

চিরিরবন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিলসহ আটক-৩।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশি মাধ্যমে পৃথক স্থান থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, গত৭ মার্চ শুক্রবার সারাদিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিরিরবন্দর উপজেলার ঘুগরাতলী বাজার হতে পার্বতীপুরগামী মহাসড়কে ফায়ার সার্ভিসের সামনে একটি ইজিবাইকে তল্লাশী করে ১০০ বোতল ফেন্সিডিল ও বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের জগৎপুর ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ মারফত আলীর পুত্র মোঃ রুস্তম আলী (২৮) কে আটক করে।
এরপর ওই অটোচালকের দেয়া তথ্যমতে চিরিরবন্দর উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে বিরল জগতপুৎ এলাকার বুদু মোহাম্মদ এর পুত্র মোঃ মিশুম রানা (২৬) কেও ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃতরা বিরল উপজেলা থেকে পৃথক দুটি ইজিবাইকে করে পার্বতীপুর উপজেলার যশাই মোড়ের দিকে যাচ্ছিল।
এ বিষয়ে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা করা হয়।
উপরোক্ত আটকের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং