সারাদেশ

পিরোজপুরে একরাতে ৫ টি গরু চুরি

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একরাতে ৫ টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতিলাখালী এলাকা থেকে শনিবার (০৮ মার্চ) ভোররাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া গরুর মালিক মো. মনির খান জানান, তারাবির নামাজ আদায় করেও বাড়ি ফিরে গোয়াল ঘরে গরুগুলোকে দেখেছি। কিন্তু ভোররাতে সেহরি খেতে উঠে দেখি একটি বাছুর উঠানে দৌড়াচ্ছে এবং গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
আমার ভাই ও আমার মোট পাঁচটি গরু নিয়ে গেছে। এর মধ্যে তিনটি গর্ভবতী গাভি ও দু’টি বকনা বাছুর নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,