ফেনীতে মাদক বিরোধী অভিযান দুই মাদক সেবীর জেল-জরিমানা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।এই সময় ২ জনকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে ও জেল জরিমানা করেন।
জানা যায়,শনিবার (৮ মার্চ) ফেনী সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভ‚মি সজীব তালুকদার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় ফেনীর উপপরিদর্শক মোঃআবু তাহের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফেনী মডেল থানা ধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার শিরিকান্তা গ্রামের মৃত আলী আহাম্মদের পুত্র মোঃশহিদ (৫০) ও ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র মোঃআজিম উদ্দিন (২৮) কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।