লাকসাম ও মনোহরগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান মুন্না
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে প্রত্যাখ্যান করেছে স্থানীয় ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।
বুধবার (১২ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা জানান, ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, অছাত্র, বিবাহিত, গোশত ও মাছ বিক্রেতা, অটোরিকশা চালকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলীয় আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী।
গত ১০ মার্চ কেন্দ্রীয় ছাত্রদল লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কিন্তু স্থানীয় ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত এই কমিটি স্বীকৃতি পেতে ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঘোষিত কমিটিতে প্রয়োজনের অতিরিক্ত যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে, যাদের মধ্যে অনেকেই পূর্বে নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া অনেকে ছাত্র না হয়েও কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।
নেতারা আরও অভিযোগ করেন, লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের এই কমিটি গঠনের পেছনে একটি সিন্ডিকেট বড় অঙ্কের অর্থ লেনদেন করেছে এবং কেন্দ্রীয় ছাত্রদলকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। এ ধরনের কমিটি ছাত্রদলের আদর্শিক ভিত্তিকে দুর্বল করবে এবং প্রকৃত ছাত্রনেতাদের বঞ্চিত করবে।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানান, যেন তিনি দ্রুত এই বিতর্কিত কমিটি বাতিল করে সকলের কাছে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের নির্দেশনা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম (সভাপতি, ৭নং ওয়ার্ড ছাত্রদল), ফখরুল ইসলাম রাহাত (সদস্য, নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রদল), আলমগীর হোসেন (সদস্য, লাকসাম উপজেলা ছাত্রদল), রাকিবুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), সুমাইয়া, ইমু, ইসান রাজিব, নাজিম (কলেজ ছাত্রদল), নাহিয়ান তানবির (যুগ্ম সাধারণ সম্পাদক) ও সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।