সারাদেশ

গাইবান্ধায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উদ্যোক্তাদের মানববন্ধন

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ মার্চ বুধবার বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধার  উদ্যোক্তাবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি মোঃ আমজাদ হোসেন, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা,পরিচালক তাসলিমা আজম, হামিমা তন্নী, রনী চাকি,নাসিব সচিব সিফতান আহমেদ, সাংবাদিক  বিপ্লব,নারী ফুটবলার মেহেজাবিন,আলেফা,উদ্যোক্তা সংগঠক মনিরা পারভীন, গিনি, নুর-ই-শাহরী, শফিকুলসহ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ মানববন্ধন চলাকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান  বলেন, ধর্ষণের মতো জঘন্য কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনতে হবে।
এ সময় উক্ত মানববন্ধনের আহ্বায়ক ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন  আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, ধর্ষকের মৃত্যুদণ্ডসহ ১২ দফা দাবি জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং